QRT-র গাড়িগুলিতে নজরদারি চালানোর জন্য বানানো হয়েছে একটি অ্যাপ। GPS পদ্ধতির সাহায্যে এই অ্যাপ কাজ করবে । সূত্রের খবর, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনর কাছে এই প্রস্তাবটি রেখেছিলেন। এই অ্যাপে কমিশনের উচ্চপদস্থ কর্তারা কুইক রেসপন্স টিমকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন ।
জানা গিয়েছে, সপ্তম দফায় QRT-তে একজন করে রাজ্য পুলিশের কনস্টেবল রাখা হচ্ছে। তবে এই দফাতেও টিম পরিচালনার দায়িত্বে থাকছেন কম্পানি কমান্ডান্টরা। প্রতিটি কুইক রেসপন্স টিমকে নতুন অ্যাপে একটি মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে। নম্বর রেজিস্টারের সঙ্গে সঙ্গে মোবাইলে একটি OTP যাবে । সেই OTP দিলেই অ্যাপটি কাজ শুরু করে দেবে । সাধারণভাবে এই অ্যাপে কুইক রেসপন্স টিমের অবস্থান নীল রঙে দেখানো হবে । QRT মুভ করলে রং হলুদ হয়ে যাবে। অশান্তির খবর QRT টিমের কাছে পৌঁছালে অ্যাপে লাল রং দেখাবে ।
Be the first to comment