শুক্রবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল রাউন্ড। ফাইনালের বিজয়ী দলকে নিয়ে চলছে বাজি ধরা। এরই পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া টিমগুলোর পুরস্কার নিয়েও আলোচনার অন্ত নেই। যারা জিতছে, যারা হারছে পুরস্কার আছে সবার জন্যই।
গ্রুপ পর্বে পোল্যান্ড, সেনেগাল, সার্বিয়া, কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, জার্মানি, তিউনিসিয়া, পানামা বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। দেখা যাচ্ছে, গ্রুপ পর্বে ছিটকে যাওয়া সব দলের জন্য মোট পুরস্কারমূল্য ১ কোটি ২৮ লাখ ডলার।
নক-আউট পর্বের শেষ ষোলো থেকে এখন পর্যন্ত বিদায় নিয়েছে আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, ডেনমার্ক, মেক্সিকো এবং জাপান। দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া প্রত্যেক দল পাবে ১ কোটি ২০ লাখ ডলার। দলগুলোর মিলিত পুরস্কারমূল্য ৯ কোটি ৬০ লাখ ডলার।
কোয়ার্টার ফাইনালে যে দলগুলো হারবে, সেই ৪টি দল পাবে ১ কোটি ৬০ লক্ষ ডলার করে। এই দলগুলোর জন্য মোট পুরস্কারমূল্য ৬ কোটি ৪০ লাখ ডলার। চতুর্থ স্থানে থাকা দল পাবে ২ কোটি ২০ লাখ ডলার। চার বছর আগে ব্রাজিল পেয়েছিল ২ কোটি ডলার। এবার অর্থের পরিমাণ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা দল পাবে ২ কোটি ৪০ লক্ষ ডলার। চার বছর আগে তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস পেয়েছিল ২ কোটি ২০ লাখ ডলার। রানার্স আপের পুরস্কার ২ কোটি ৮০ লাখ ডলার। চ্যাম্পিয়ন হবে যে দল তারা পাবে ৩ কোটি ৮০ লক্ষ ডলার। গতবারের চ্যাম্পিয়ন জার্মানি পেয়েছিল ৩ কোটি ৫০ লক্ষ ডলার।
Be the first to comment