
রোজদিন ডেস্ক, কলকাতা:- বুধবার দুপুরে কসবায় DI অফিস চত্বরে চাকরিহারাদের ওপর লাঠি চার্জ করল কলকাতা পুলিশ। চাকরি বাতিল ইস্যুতে এদিন জেলায় জেলায় চলছিল DI অফিস ঘেরাওয়ের ডাক চাকরিহারাদের। কসবাতেও ব্যারিকেড টপকে DI অফিসে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। আর এরপরই শুরু হয় পুলিশের লাঠিচার্জ। এই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর, মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর, DI অফিসে গেছিলেন কেন? ঘটনাটা দুর্ভাগ্যজনক এটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি তাঁদের নেত্রীস্থানীয়র সঙ্গে বৈঠক হয়েছে। আমরা বলেছি সর্বোতভাবে, মানবিকভাবে, আইনিভাবে কীভাবে বঞ্চিতদের চাকরি ফেরত দেওয়া যায় দেখা হবে। যে সরকারের কাছে দাবি করছেন, শিক্ষা দফতর, SSC পাশে আছে, সেখানে আন্দোলন-বিক্ষোভ তো কিছুদিন স্থগিত রাখা যায়। এর জন্য তো দিন পড়ে যায়। আমার মনে হয় আরেকটু ধৈর্য্য রাখা উচিত। ওঁরা বৈঠকে বসতে চাইছেন, আবার ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। আমরা সাহায্য করব, বদ্ধপরিকর। পুলিশ কী করেছে তা নিয়ে তো মন্তব্য করতে পারি না। বারবার বলছি পোর্টাল আপডেট করব। কোথাও বেতন বন্ধের কথা আমার অন্তত জানা নেই।”
Be the first to comment