আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালে রুগিদের জন্য বিশেষ অভিযোগ কেন্দ্রের সূচণা

Spread the love

কলকাতাঃ রাজ্যে এই প্রথম আর আহমেদ ডেন্টাল কলেজে হাসপাতালে রুগিদের অভিযোগ জমা দেওয়ার জন্য বিশেষ অভিযোগ কেন্দ্রের সূচণা করলেন স্বাস্থ্য প্রতি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই কাউন্টারে জানানো যাবে রুগিদের যে কোনও সমস্যা। শুধু পরিষেবা নয়, ডাক্তারদের ব্যাবহার সক্রান্ত যে কোনও অভিযোগ থাকলে এই কাউন্টারে রুগির পরিবার লিখিত অভিযোগ জানাতে পারেবেন। আর লিখিত অভিযোগ জানালে তা ২৪ ঘন্টার মধ্যে সেই অভিযোগ সমাধান করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এছারাও আজ আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতলে এক ছাতার তলায় মিলবে একগুচ্ছ পরিষেবা। আজ রুগিদের জন্য প্রায় ৪ হাজার স্কোয়ারে রুগিদের বিশ্রাম প্রতিক্ষালয়, OPD এর টিকিট কাউন্টার, ফ্রী মেডিশিন সেন্টার চালু হলো।
স্বাস্থ্য প্রতি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্যোগে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। আগামীদিনে আরও স্বাস্থ্য ক্ষেত্রে আরও উন্নয়ন হবে। রাজ্যের মধ্যে আর আহমেদ ডেন্টাল কলেজে চিকিৎসা খুব ভালো হয়। তাই এই হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধি করা হল। যাতে এই হাসপাতালে চিকিৎসার মান আরও বৃদ্ধি পায়”।

শহরের এই আর আহমেদ ডেন্টাল কলেজে দীর্ঘদীন ধরে চাপ বাড়ছিলো। হাসপাতালে টিকিৎ কাউন্টারের সমস্যা থাকায় রুগিদের পরিষেবাগত সমস্যা ছিলো। কিন্তু এবার একছাতার তলায় সব রকম পরিষেবা পাওয়া এবার পরিষেবার মান অনেকটা বাড়বে বলেই হাসপাতাল কর্তৃপক্ষের দাবী। স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিষ ভট্টাচার্য, মেডিক্যাল কাউন্সিল এর সভাপতি ডঃ নির্মল মাঝি, ডঃ রাজু বিশ্বাস, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*