কর্নাটকের তিন বিক্ষুব্ধ বিধায়ককে বহিষ্কার করলেন স্পিকার কে আর রমেশ কুমার

Spread the love

কর্নাটকের তিন বিক্ষুব্ধ বিধায়ককে বহিষ্কার করলেন বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমার ৷ তাঁদের মধ্যে রমেশ জারকিহোলি ও মহেশ কুমারথাহাল্লি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন ৷ অন্যজন হলেন নির্দল বিধায়ক আর শংকর ৷ যিনি প্রথমে কংগ্রেস-জনতা দল (সেকুলার)-কে সমর্থন জানিয়েও পরে মত বদল করেন ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে স্পিকার বলেন, তিনজন বিধায়ককে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই ৷ প্রত্যেকে আমার ব্যবহার দেখছেন ৷ ৩১ জুলাইয়ের মধ্যে ফিনান্স বিল পাশ না হলে আর্থিক অচলাবস্থা তৈরি হতে পারে । এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তা দেখাই আমার কর্তব্য। সোমবার ২৯ তারিখ ৷ আমাকে দায়িত্ব ছাড়তে হবে ৷ কিন্তু, বাকি বিক্ষুব্ধ বিধায়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে ৷

যদি স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ না করতেন সেক্ষেত্রে কর্নাটক বিধানসভার মোট আসন সংখ্যা হত ২২৫ ৷ তখন ম্যাজিক ফিগার হত ১১৩ ৷ আজ তিন বিধায়ককে বহিষ্কারের পর বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ২২২ ৷ আর ম্যাজিক ফিগার ১১২ ৷ এখানেই তৈরি হয়েছে জটিলতা ৷ কারণ বিজেপির হাতে এখন ১০৫ জন বিধায়ক রয়েছে ৷ সেক্ষেত্রে কর্নাটকে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন রাজ্যপাল ৷ অন্যদিকে, সব বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র গৃহীত হলে ম্যাজিক ফিগার হবে ১০৫ ৷ কিন্তু, তাঁরা পুনরায় নির্বাচিত না হওয়া পর্যন্ত বিজেপিকে সংখ্যালঘু সরকার চালাতে হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*