১৪ জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন স্পিকার কে আর রমেশ কুমার

Speaker Ramesh Kumar addressing media before going to their office at Vidhana Soudha in Bengaluru on Tuesday.
Spread the love

নাটক অব্যাহত কর্নাটকে ৷ রবিবার ১৪ জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন স্পিকার কে আর রমেশ কুমার ৷ ফলে সোমবার আস্থাভোটের আগে সুবিধাজনক অবস্থায় থাকলো বিজেপি ৷ জানা গিয়েছে বিধায়কদের মধ্যে ১১ জন কংগ্রেসের ৷ আর তিনজন JD (S)-র ৷ এদিন স্পিকার বলেন, ১৪ জন বিধায়কের সদস্যপদ বাতিল করা হয়েছে ৷ সোমবারই বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ৷ তাঁর আগেই ১৪ বিধায়কের পদ খারিজের ঘোষণা করলেন স্পিকার ৷

স্পিকারের আজকের সিদ্ধান্তের ফলে ২২৫ আসনের কর্নাটক বিধানসভার আসন সংখ্যা কমে দাঁড়াল ২০৮ ৷ ফলে সরকার গড়ার ক্ষেত্রে প্রয়োজন ১০৫ বিধায়কের সমর্থন ৷ যা বিজেপির কাছে আছে ৷ ফলে রমেশ কুমারের আজকের সিদ্ধান্ত বিজেপির সরকার গড়ার পথকে আরও মসৃণ করল বলে মত রাজনৈতিক মহলের ৷ উল্লেখ্য, ২৫ জুলাই তিন বিধায়কের সদস্যপদ খারিজ করেছিলেন স্পিকার ৷ এই নিয়ে মোট ১৭ জন বিধায়ককে বহিষ্কার করা হল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*