রিপোর্টার- (দেবযানী লাহা ঘোষ)
‘
অসীম মুরশেদ,
গোধূলির একলা সময় বলে দেয় রোজ
তুমি চলে গেছো জানি দুর বহু দুর
আমার আজ-কাল-পরশুর সব গ্লানি মোছে
তোমার অপ্রকাশিত সব চিঠি-
রবিঠাকুর।।
আমি সৃষ্টির উল্লাসে ছুটে যাই বনপথে
সবুজের বুগিয়ালে মন করে ঘুর ঘুর
আমার আমিকে খুঁজে পাই আমি রাতদিন
তোমার পান্ডুলিপির স্পর্শেই জেনো-
রবিঠাকুর।।
তোমার কতকথায় আর শত কবিতায়
একান্তে বেঁধেছ তুমি ভালবাসাবাসি সুর
আমার সুখে প্রেমে আবেগে স্মৃতিতে
তুমি আজও বেঁচে আছো-
রবিঠাকুর।।
Be the first to comment