কবিপক্ষে কবি অংশুমান চক্রবর্তীর অভিনব উদ্যোগ

Spread the love

নিজস্ব সংবাদদাতা

করোনা ভাইরাসের মোকাবিলায় সারা দেশে চলছে লকডাউন। ঘরবন্দি প্রত্যেকেই। স্তব্ধ জনজীবন। তবে এই পরিস্থিতিতে থমকে নেই সৃজনকর্ম। কেউ গাইছেন গান, কেউ আঁকছেন ছবি, কেউ করছেন নাচ, কেউ বানাচ্ছেন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। কঠিন এই সময়ে কবি অংশুমান চক্রবর্তী নিজেকে ডুবিয়ে রেখেছেন কবিতায়।

এইবছর পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটি পড়েছে লকভাউনের মধ্যে। সেই কারণে কোথাও মঞ্চ বেঁধে বা কোনো প্রেক্ষাগৃহে আয়োজিত হচ্ছে না কোনো অনুষ্ঠান। তবে বন্ধ থাকছে না কবিপ্রণাম। অনেক সংস্থাই অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করেছে। কবি অংশুমান চক্রবর্তীও কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আশ্রয় নিয়েছেন সামাজিক মাধ্যমের। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন রবীন্দ্রনাথ বিষয়ক অসংখ্য কবিতা। কবিপক্ষে তেমনই ১৫টি কবিতা নিয়ে তিনি তৈরি করেছেন ১৫টি পৃথক স্বরচিত কবিতাপাঠের ভিডিও।

ছোটর দাবি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি প্রকাশ পেয়েছে। পাশাপাশি প্রতিটি ভিডিওই দেখা ও শোনা যাচ্ছে কবির নিজস্ব ফেসবুক পেজে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, নতুন বৌঠান, পঁচিশে বৈশাখ, অমল, লেখা, প্রেমিক, রিহার্সাল, ছুটি, তোমারেই যেন ভালোবাসিয়াছি, আজ পঁচিশ, কবিগুরু, পৌষ উৎসব শান্তিনিকেতন, মঞ্চে কবিগুরু, পঁচিশে বৈশাখে, নন্দিনীকে রঞ্জনের চিঠি প্রভৃতি অংশুমান চক্রবর্তীর রবীন্দ্র বিষয়ক জনপ্রিয় কবিতাগুলি আবহের রঙে রাঙিয়েছেন সৌম্যজ্যোতি লাহিড়ী। কবির এই অভিনব উদ্যোগ কবিপক্ষে দারুণ সাড়া জাগিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*