ঠাঁই হল না পুরনো অনেকেরই। ১১ জনের কোর কমিটি ভেঙে হল ৪ জনের। বুধবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কোর কমিটি ঘোষণা করলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। ৪ সদস্যের এই কোর কমিটির চেয়ারম্যান হয়েছেন রবীন্দ্রনাথবাবু স্বয়ং। বাকি ৩ জন হলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও শীতলখুচির বিধায়ক হিতেন বর্মন। পুরনো কমিটিতে থাকলেও নতুন কমিটিতে জায়গা হয়নি জেলার যুব তৃণমূলের সভাপতি, সংসদ পার্থ প্রতিম রায়, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান, বিধায়ক মিহির গোস্বামী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিধায়কের।
এ দিন সাংবাদিক সম্মেলনে নতুন কোর কমিটির ঘোষণা করে রবীন্দ্রনাথবাবু জানান, জেলায় দলের নানান সমস্যা এই কোর কমিটিতে আলোচনা করেই সমাধান করা হবে। তবে রবীন্দ্রনাথবাবুর বিরোধী হিসেবে পরিচিত কেউই নতুন কমিটিতে জায়গা পাননি। তাই আলোচনা করে দলের অন্দরের সমস্যার সমাধানের ভাবনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এই মুহূর্তে জেলার সর্বত্র তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট। মাদার ও যুবর সংঘাতে রক্তপাত এখন জেলার নিত্যদিনের ছবি। যুবদের দাপটে মূল সংগঠনের অনেক নেতাই কোনঠাসা। বহু এলাকায় ঢুকতে পর্যন্ত পারছেন না তাঁরা। সেই জায়গায় এই মুহূর্তে রবীন্দ্রনাথবাবুর ঘনিষ্টদের নিয়ে তৈরি কোর কমিটি এই দ্বন্দ্বের আগুনে আরও ঘি ঢালবে বলে মনে করছেন জেলা তৃণমূল নেতাদের একাংশ। কারণ ছাত্র যুবদের কোনও প্রতিনিধি এই কোর কমিটিতে নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক প্রথম সারির নেতা বলেন, “নিজের পছন্দমতো লোককে নিয়ে কোর কমিটি তৈরির পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আসলে বিজেপির হাতকেই শক্তিশালী করবে। জেলার তৃণমূলের একটা বড়ো অংশ বিজেপিতে যাবার জন্যে পা বাড়িয়ে রয়েছে।” তাই জেলা তৃণমূলের কোর কমিটি গঠনে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে দলের অন্দরে।
Be the first to comment