এবার সরকারের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রাবড়ি দেবী। তাঁর বাসভবন থেকে নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে সরকার। এরপরই এই অভিযোগ করেন তিনি। বুধবার রাবড়ি দেবী বলেন, গতরাত থেকে নিরাপত্তা তুলে দেওয়া হয়েছে। এগুলো কী করছে সরকার? আমাকে ও আমার পরিবারকে হত্যার ষড়যন্ত্রের জন্য এসব চলছে। নিরাপত্তা তুলে নেওয়ায় তিনি কি ভয় পাচ্ছেন? এই প্রসঙ্গে তিনি বলেন, আমার কোনও ভয় নেই। আমি মানুষের মাঝে থাকি। মানুষই আমাকে বাঁচাবে। ভগবান যদি থাকে, আমাদের সঙ্গে মানুষ থাকবে।
পাশাপাশি এদিন বিহার সরকারের উপর ক্ষোভ উগরে দিয়ে রাবড়ি দেবী আরও বলেন, সরকার তো মিথ্যাবাদী। কোনও নিরাপত্তা নেই। ঘরে পাহারা দেওয়ারও কেউ নেই। রাবড়ির অভিযোগ, আমার বা পরিবারের যদি কিছু হয়, তার দায় সরকারের।
বিশেষত, আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারিতে রাবড়ি দেবীর বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য আসে সিবিআই। জেরা করা হয় ছেলে তেজস্বী যাদবকেও। এরপরই রাবড়ির বাসভবন থেকে সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
Be the first to comment