আরজি কর হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ করের প্রয়াণ দিবস পালিত হলো নীরবে বিচার চেয়ে..

Spread the love

অমৃতা ঘোষ:-

আরজি কর নিয়ে উত্তাল গোটা রাজ্য। নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছে মানুষ। আর সেই আরজি কর হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ করের জন্মদিন ছিল আজ শুক্রবার। হাওড়ার বেতড়ের বাড়িতেই সকলে একত্রিত হয়ে রাধাগোবিন্দ করের জন্মদিন পালন করেন তাঁর পরিবারের সদস্যেরা।
গত বছরও তাই হয়েছে। কিন্তু এ বার আরজি কর-কাণ্ডের জেরে সেই চেনা উচ্ছ্বাস নেই পরিবারে। খানিক অনাড়ম্বরেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দের ১৭৪তম জন্মদিন পালিত হল বেতড়ের বাড়িতে।
হাওড়ার রামরাজাতলা স্টেশন থেকে মিনিট পনেরোর পথ পেরোলেই পৌঁছনো যায় বেতড়ের বিখ্যাত কর বাড়িতে। এই বাড়িই রাধাগোবিন্দের জন্মভিটে। শুক্রবারও তাঁর জন্মদিনে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনেরা এসেছেন। ফুলমালা দিয়েছেন রাধাগোবিন্দের ছবিতে। কিন্তু সকলেই শোকস্তব্ধ।
আরজি কর কাণ্ডে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে সরব রাধাগোবিন্দ করের পরিবার। গত ১৪ অগস্ট মেয়েদের রাত দখলের লড়াইতেও সামিল হন তাঁরা। প্রতিবাদ আরও জোরদার হোক দাবি তাঁদের। যাতে অপরাধীরা কোনওভাবে পার না পেয়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*