রাধিকার মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য, গ্রেফতার অভিযুক্ত

Spread the love

নয়ডায় একটি ফ্ল্যাটের পাঁচ তলা থেকে পড়ে মারা গিয়েছিলেন সঞ্চালিকা  রাধিকা কৌশিক। গত বৃহস্পতিবার নয়ডার সেক্টর ৭৭-এ – ফ্ল্যাট থেকে রাধিকাকে ঠেলে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার তিন দিনের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে রাধিকার সহকর্মী রাহুল আওয়াস্তিকে গ্রেফতার করা হয়। সেদিন রাতে রাধিকার সঙ্গেই ছিলেন রাহুল।

একটি বেসরকারি টিভি চ্যানেলে দুই মাস আগেই সঞ্চালিকার চাকরি পান রাধিকা। সেই চ্যানেলেই তাঁর থেকে উচ্চ পদে ছিলেন রাহুল আওয়াস্তি। চার বছর ধরে ওই চ্যানেলই সঞ্চালকের কাজ করছেন তিনি। রাধিকার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে রাহুলই রাধিকাকে ব্যালকনি থেকে ঠেলে ফেলে দেন। প্রথম থেকেই সেই ্অভিযোগ অস্বীকার করে আসছেন রাহুল। রাহুলের দাবি, ঘটনার সময়ে তিনি বাথরুমে ছিলেন। এসে রাধিকাকে দেখতে না পেয়ে তিনি ব্যালকনিতে যান। তখনই ফ্ল্যাটের নীচে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান।

রাহুলের এই বয়ানে বেশ কয়েকটি অসংলগ্ন বিষয় রয়েছে বলে মনে করছে পুলিশ। নয়ডায় রাধিকার ভাড়া করা ফ্ল্যাটে গভীর রাত পর্যন্ত ছিলেন রাহুল। দুজনেই মদ্য পান করছিলেন বলে জানা যাচ্ছে। রাধিকা যখন পড়ে যান, তখন ব্যালকনি থেকেই  রাহুলের চিৎকার শোনা যায়। ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীরা তাঁর চিৎকার শুনেই ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের প্রাথমিক অনুমান, রাধিকাকে ঠেলে দিয়েই রাহুল নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় চিৎকার করেন।

রাধিকাকে মদ্যপ প্রমাণের চেষ্টাও করেন রাহুল আওয়াস্তি। ফ্ল্যাট থেকেও বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার হয়। রাধিকার বাবার দাবি. ঘটনার দিন রাত ১১টায় রাধিকার সঙ্গে ফোনে কথা হয়,  মেয়ের গলায় কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি তিনি।
২৪ বছরের রাধিকা কৌশিক ছিলেন প্রাণবন্ত। নিউজ চ্যানেলে নতুন ঢুকেই বেশ নাম করেছিলেন বলে জানাচ্ছেন তাঁর অন্যান্য সহকর্মীরা।রাধিকার উন্নতি অনেকেরই রাগের কারণ ছিল বলে জানা যাচ্ছে। সেই কারণেই খুন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
নয়ডার ফ্ল্যাটে  এক তথ্য-প্রযুক্তি সংস্থার মহিলা কর্মীর সঙ্গে ভাড়া থাকতেন রাধিকা। রাহুলের ফ্ল্যাটে আসা যাওয়া চলত বলেও জানা যাচ্ছে।

বৃহস্পতিবার  রাতে নিজের রূমমেটকে অনলাইনে খাবার অর্ডার করার কথা বলেন রাধিকা। সেই সময় অফিসেই ছিলেন ওই মহিলা। তিনি জানাচ্ছেন, খাবার অর্ডার করতে বলেই ফোন রেখে দেন রাধিকা। তারপরের ঘটনা সম্পর্কে একেবারেই অবগত নন তিনি।ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, মাথা থেকে প্রচুর রক্তপাতের কারণে মৃত্যু হয়েছে রাধিকার। উঁচু থেকে পড়ে যাওয়ার ফলেই মাথা ফেটে রক্তপাত শুরু হয়।

আপাতত রাধিকার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। রাহুল আওয়াস্তিকে জেরা করেই সেই রহস্য ভেদ করতে চাইছে পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। রাহুলকে হেফাজতে নেওয়ার আবেদন করবে নয়ডা পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*