ভারত সরকার নাকি রাফায়েল চুক্তির সময় নিজেই ফ্রান্সকে বলেছিল, শিল্পপতি অনিল আম্বানির কোম্পানিকে প্লেনের যন্ত্রাংশ বানানোর অর্ডার দেওয়া হোক। মিডিয়াপার্ট নামে এক ওয়েবসাইটে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঙ্কো ওলাঁদের এই কথা প্রকাশিত হওয়ার পরেই শুরু হয়েছে শোরগোল। বিরোধীরা রাফায়েল নিয়ে আরও জোরালো আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। সরকারও চেষ্টা করছে যাতে মুখ বাঁচানো যায়। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যে এক বিবৃতিতে জানিয়েছে, ভারত বা ফ্রান্সের সরকার বাণিজ্যিক ব্যাপারে নাক গলায়নি। যদিও একইসঙ্গে বলা হয়েছে, মিডিয়াপার্টের রিপোর্ট আমরা খতিয়ে দেখছি।
ওয়েবসাইটের সম্পাদক এডুই প্লেনেল জানিয়েছেন, ওই খবরের সত্যতা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য তাঁদের কাছে আছে। তিনি বলেন, আমরা জানতে পেরেছিলাম, ওলাঁদের বিজনেস পার্টনার জুলি গায়েটের সঙ্গে অনিল আম্বানি একটি ফিল্ম বানানোর জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। ওলাঁদ রাফায়েল নিয়ে ভারতের সঙ্গে মউ স্বাক্ষর করার কয়েকদিন আগেই ওই চুক্তি হয়েছিল। আমরা ওলাঁদকে জিজ্ঞাসা করেছিলাম, ওই চুক্তির সঙ্গে অনিল আম্বানিকে রাফায়েলের অর্ডার পাইয়ে দেওয়ার কি কোনও সম্পর্ক আছে? ওলাঁদ বলেছিলেন, ভারত থেকেই তো আমাকে বলেছিল, অনিল আম্বানিকে অর্ডার দিতে হবে।
এডুই প্লেনেলকে এদেশের রিপোর্টাররা প্রশ্ন করেন, আপনি কি ওলাঁদকে জিজ্ঞাসা করেছিলেন, কে ভারতের হয়ে অনিল আম্বানিকে অর্ডার দিতে অনুরোধ করেছিল? তিনি বলেন, সেকথা জানা আমাদের উদ্দেশ্য ছিল না।
ভারত সরকার থেকে আগে বহুবার বলা হয়েছে, ড্যাশুল্ট নামে যে কোম্পানি রাফায়েল বিমান তৈরি করে, তারাই অনিল আম্বানির সংস্থাকে অর্ডার দিয়েছে।
Be the first to comment