ভারতের মাটি স্পর্শ করলো রাফাল

Spread the love

ফ্রান্স থেকে আসা রাফাল বিমানের প্রথম ব্যাচের পাঁচটি বিমান আজই ভারতের মাটি ছুঁল। বুধবার বিকেলে হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে বিমানগুলি। সেই কারণে আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা।

আম্বালাতেই আপাতত থাকবে রাফাল স্কোয়াড্রন। সোমবার ফ্রান্সের মেরিগন্যাক এয়ারবেস থেকে রাফালের পাঁচটি বিমান নিয়ে রওনা দেন ভারতীয় পাইলটরা। ৭০০০ কিলোমিটার পেরিয়ে বুধবার সে গুলি ভারতে পৌঁছবে। এর মধ্যে মাঝ-আকাশেই জ্বালানি ভরিয়েছে বিমানগুলি। একবারই থেমেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। পাঁচটি জেটের মধ্যে তিনটি এক আসনবিশিষ্ট ও দুটি দুই আসনের।

রাফালের আগমন নিশ্ছিদ্র করতে আম্বালা এয়ারফোর্স স্টেশনের আশপাশে নানা নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ছবি তোলা বা ভিডিয়ো শ্যুট করা নিষিদ্ধ করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, বায়ুসেনা ঘাঁটির তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ব্যক্তিগত ড্রোন ওড়ানোও নিষিদ্ধ করা হয়েছে। ঢুলকোট, বলদেব নগর, গারনালা ও পাঞ্জখোরা-সহ এয়ারবেস সংলগ্ন গ্রামগুলিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। চার বা তার বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এয়ারবেসের আশপাশের আবসন এলাকায় চলছে পুলিশি টহলদারি। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড।

মানুষ যাতে বাড়ির ছাদে উঠে ছবি বা ভিডিয়ো তোলার চেষ্টা না-করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। লাউডস্পিকারে বারবার এলাকাবাসীকে সতর্ক করে চলেছে হরিয়ানা পুলিশ। নির্দেশ না-মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ফ্রান্স যে ছ’টি যুদ্ধবিমান ভারতে পাঠাচ্ছে সেগুলি সব সমরাস্ত্রে ঠাসা। মিসাইল আগে থেকেই লাগানো রয়েছে। প্রায় ১৫০ কিমি দূরে থাকা যে কোনও শত্রু যুদ্ধবিমানকে মুহূর্তে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইলগুলি। ভারত-চিন সংঘাতের পরিস্থিতিতে পুরোপুরি যুদ্ধের জন্যে প্রস্তুত করেই রাফালগুলি পাঠানো হচ্ছে।

২০১৬ সালে ভারত ৩৬টি রাফাল অর্ডার দেয় ফ্রান্সের থেকে। দাম পড়েছে ৫৮ হাজার কোটি টাকা। এই রাফাল ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। গত লোকসভা নির্বাচনে রাফাল নিয়ে আর্থিক তছরুপ হয়েছে বলে অভিযোগে তোলপাড় শুরু হয়েছিল দেশজুড়ে।

দেখুন ভিডিও!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*