
রোজদিন ডেস্ক, কলকাতা:- জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটকের নির্মম হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে পারদ ক্রমশ চড়ছে। ভারত ইতিমধ্যেই এই হামলার কঠোর প্রত্যাঘাতে নেমেছে। জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্থল ও জলপথে জোরদার তল্লাশি ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবার আকাশপথেও টহলদারি এবং নজরদারি বাড়ানোর কাজ শুরু করেছে।
এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গের আকাশপথে প্রাথমিক মহড়া শুরু করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। বাগডোগরা এবং হাসিমারার বায়ুসেনা ছাউনিতে তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে। উত্তরবঙ্গের আকাশে রাফাল যুদ্ধবিমানের আনাগোনা দেখা যাচ্ছে। এছাড়াও অসম ও অরুণাচলের ঘাঁটিতেও টহলদারি এবং নজরদারি বাড়ানো হয়েছে। সেনা সূত্রে এই সামরিক মহড়ার নাম ‘আক্রমণ’ বলে জানা গেছে। উত্তরবঙ্গ ছাড়াও হরিয়ানার অম্বলা এয়ারবেস থেকেও রাফাল, সুখোই সহ অন্যান্য যুদ্ধবিমানকে উড়ে যেতে দেখা গিয়েছে।
তবে এই মহড়া বা বাড়তি তৎপরতা কি পহেলগাঁও হামলার প্রত্যাঘাতের অংশ? সরকারিভাবে সেনা তরফে জানানো হয়েছে, এটি শুধুই একটি রুটিন সামরিক মহড়া এবং সাম্প্রতিক ‘প্রত্যাঘাতের’ সঙ্গে এর কোনও সরাসরি সম্পর্ক নেই।
Be the first to comment