ইংল্যান্ড সফরের ওয়ানডে দলে জায়গা না পাওয়ায় হতাশ হননি রাহানে

Spread the love

সদ্য শেষ হওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দল এবারের আইপিএলে প্লে অফে খেলেছে তাঁর নেতৃত্বে। চেন্নাই সুপারকিংসের মত দু বছর নির্বাসনে থাকার পর আইপিএলে রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স যাই হোক না কেন তাদের অধিনায়ক আজিঙ্কা রাহানের চোখ এখন আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক অভিষেক টেস্ট। বিরাট কোহলির অনুপস্থিতিতে তিনিই এই ঐতিহাসিক টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। এরপর ভারতীয় দল ইংল্যান্ড সফরের জন্য বিমান ধরবে। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে। সেই একদিনের দল থেকে বাদ পড়েছেন রাহানে। বাদ পড়া নিয়ে তিনি হতাশ হননি। তাঁর বিশ্বাস তিনি ভারতীয় একদিনের দলে ফিরে আসবেন। সে সব নিয়ে না ভেবে ১৪ জুন ব্যাঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলার দিকে মন দিয়েছেন। এই দলে আছেন রশিদ খানের মত স্পিনার। তাঁর বিরুদ্ধে কিভাবে চ্যালেঞ্জ নেবেন সেই নিয়েই ভাবনা। ইংল্যান্ডের ওয়ানডে দল থেকে বাদ পড়া নিয়ে সিয়েট এর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাহানে জানালেন, যে সময় ভারতীয় দল ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ খেলবে সেই সময় তিনি সময় পাবেন ইংল্যান্ডে ৫ মাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসাবে। যে টেস্ট সিরিজ শুরু হবে ১লা আগষ্ট থেকে।
ওয়ানডে টিম থেকে বাদ পড়া নিয়ে রাহানে জানান, নিজের প্রতি বিশ্বাস আছে। এর আগেও তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন সেখানে দারুণ পারফরম্যান্স করে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন। ক্রিকেটের শর্টেস্ট ফরম্যাটের খেলার মত তাঁর যোগ্যতা আছে এবং বিশ্বাস আছে আগামী দিনে তিনি আবার ফিরে আসবেন সীমিত ওভারের ক্রিকেটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*