রাহাত ফতে আলি খানের গান বন্ধ করা হোক ভারতে। বাবুল সুপ্রিয়-র করা এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি সাংবাদ মাধ্যমে ভারত-পাক সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে বাবুল সুপ্রিয় জানান, যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে ভারত-পাক সীমান্ত। প্রাণ যাচ্ছে আমাদের জওয়ানদের। এমন পরিস্থিতিতে শুধুমাত্র বিনোদনের জন্য কোনও পাক গায়ককে এ দেশের ছবিতে সুযোগ করে দেওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই আমার মনে হয় রাহাতের গান নিষিদ্ধ হওয়া উচিত ভারতে।
বাবুল আরও বলেন, ‘জনপ্রিয় এই সংগীত শিল্পী একজন পাক নাগরিক। আর এটাই তাঁর সবচেয়ে বড় অপরাধ। সম্প্রতি রাহাত ফতে আলি-র খাওয়া ওয়েলকাম টু নিউর্য়ক ছবির গান ‘ইস্তেহার’ বেশ জনপ্রিয় হয়েছে এদেশে। সলমন থেকে অক্ষয় সবার গলাতেই উঠে আসছে রাহাত ফতে আলি-র গান। বাবুলের কথায়, যেখানে দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে, সেখানে দেশের বিনোদনে কেন এদের ব্যবহার করা হবে?
Be the first to comment