মাটি আঁকড়ে পড়ে রয়েছেন তিনি। পরিস্থিতির একটু বদলের জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী ৯ই ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে বিরোধীদের এক ইন্ঞ্চিও জমি ছাড়ছেন না তিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর কথা আলোচনা করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে গুজরাটকে পাখির চোখ করেছেন রাহুল। সবকিছু ভুলে তিনি বিগত কয়েকদিন ধরেই পড়ে রয়েছেন সুরাটে। ঘুরে বেড়াচ্ছেন সুরাটের বিভিন্ন অঞ্চলে, কথা বলছেন স্থানীয় মানুষজনদের সঙ্গে। জানতে চাইছেন মানুষের বিভিন্ন সমস্যার কথা। গুজরাত নরেন্দ্র মোদীর খাসতালুক হলেও আসন্ন নির্বাচনে কংগ্রেস যে বিজেপিকে সহজে ছেড়ে দেবেনা, সেটা রাহুলের সুরাট সফরেই পরিষ্কার। বৃহস্পতিবার সুরাটের ক্ষুদ্র ও মাঝারী শিল্পপতিদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। বোঝার চেষ্টা করেন তাদের বিভিন্ন সমস্যার কথা। এছাড়াও এদিন সুরাটের যুবক-যুবতীদের সঙ্গে দেখা করেন তিনি। তাদের হস্তশিল্প দেখে ভূয়সী প্রশংসা করেন কংগ্রেস সহ সভাপতি।
Be the first to comment