কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন কৈলাস দর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন থেকেই বিজেপি বলেছে, তিনি আদৌ কৈলাস-মানস সরোবরে যাবেন না। অত কষ্ট সহ্য করার ক্ষমতাই নেই তাঁর।
সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে শুক্রবার টুইটারে রাহুলের কৈলাস-মানস সরোবর যাত্রার ছবি ছাপল কংগ্রেস । তার সঙ্গে রাহুল লিখেছেন, ভগবান শিবই ব্রহ্মান্ডকে ধারণ করে রয়েছেন।
এর আগে রাহুল যখন নিজের টুইটারে কৈলাসে যাত্রাপথের ছবি পোস্ট করেছিলেন, তখন বিজেপি বলেছিল, তিনি গুগল থেকে ছবি ডাউনলোড করেছেন। কিন্তু শুক্রবার যে ছবিটি কংগ্রেসের টুইটারে দেখা গিয়েছে, তাতে দেখা যায়, কৈলাসের পথের বেশ ক্যাম্পে দাঁড়িয়ে আছেন রাহুল। পিছনে বরফ ঢাকা কৈলাস পর্বতের ছবি।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ছবিটি জাল। কেননা রাহুলের হাতে যে লাঠিটি দেখা যাচ্ছে, প্রখর রোদেও তার ছায়া পড়েনি।
কংগ্রেস সেই ছবির সঙ্গে বিস্তারিত জানিয়েছে রাহুলের তীর্থযাত্রার কথা। সেখানে বলা হয়েছে, কংগ্রেস সভাপতির কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রা শেষ করতে লাগবে ২০ দিন। তাঁর সঙ্গে আছেন গুজরাটের ২০ জন তীর্থযাত্রী। আর আছেন দুজন এসপিজি
রাহুল পাহাড়ে ৪৩৩ মিনিটে ৪৬ হাজার ৪৩৩ ধাপ উঠেছেন। প্রতিদিন তাঁর ৪৪৬৬ ক্যালরি খরচ হচ্ছে। তিনি সাধারণ যাত্রীদের মতোই তাঁবুতে থাকছেন।
আগামী লোকসভা ভোটের আগে রাহুলকে শিবভক্ত বলে তুলে ধরতে চাইছে কংগ্রেস। বিজেপির সঙ্গে লড়াইয়ে এই ভাবমূর্তি কাজে দেবে বলেই দলের শীর্ষ নেতাদের ধারণা।
Be the first to comment