রাফাল মামলায় চৌকিদার চোর হ্যায় মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে সোমবারই ক্ষমা চেয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জমা দেন হলফনামাও। কিন্তু, তাঁর জবাবে সন্তুষ্ট নয় শীর্ষ আদালত। এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে রাহুল গান্ধীকে। এই মামলার পরবর্তী শুনানি ৩০ এপ্রিল।
উল্লেখ্য, রাফাল মামলা নিয়ে ১০ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাহুল গান্ধী বলেন, এ বার সুপ্রিম কোর্টও কার্যত মেনে নিল, চৌকিদার চুরি করেছেন। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। এই নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দুঃখপ্রকাশ করেন রাহুল। হলফনামায় তিনি বলেন, রাজনৈতিক প্রচারে উত্তেজনার বশে এমন মন্তব্য করেছিলাম।
প্রসঙ্গত, ১০ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চুরি যাওয়া নথি রাফাল মামলায় ব্যবহার করা যাবে। কেন্দ্রের আপত্তি খারিজ করে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। তারপর রাহুল বলেন, এ বার সুপ্রিম কোর্টও কার্যত মেনে নিল, চৌকিদার চুরি করেছেন। তারপর বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি সুপ্রিম কোর্টে একটি আদালত অবমাননার মামলা করেন। তাঁর অভিযোগ, আদালতের রায়কে বিকৃত করে ও নিজের স্বার্থে ব্যবহার করেছেন রাহুল। তার পরিপ্রেক্ষিতে রাহুলকে নোটিশ পাঠিয়ে জবাব চায় শীর্ষ আদালত। গতকাল হলফনামা দেন রাহুল। কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। আজ ফের তাঁকে নোটিশ পাঠানো হল।
Be the first to comment