আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি পাঠালো নির্বাচন কমিশন ৷ বুধবার মধ্যপ্রদেশের শাহদল এলাকার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন রাহুল ৷ তিনি বলেন, নরেন্দ্র মোদী এক নতুন আইন এনেছেন। এই আইনে বলা হয়েছে সরকারি অফিসারেরা আদিবাসীদের উপর হামলা চালাতে পারে। আপনাদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, জঙ্গল-জল সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে ৷ এবার আদিবাসীদের উপরও গুলি করে মারার আইন আনা হয়েছে ৷
আর এই মন্তব্যের জেরেই রাহুল গান্ধীকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলবের নির্দেশও দেওয়া হয়েছে ৷
Be the first to comment