রাজস্থানের আলোয়ারের গণধর্ষণের ঘটনা কোনও রাজনৈতিক ইস্যু নয়। গণধর্ষণের শিকার হওয়া মহিলা ও তাঁর পরিবার যোগ্য বিচার পাবেই। বৃহস্পতিবার আলোয়ারে গণধর্ষণের স্বীকার হওয়া মহিলার সঙ্গে সাক্ষাৎ করার পর এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন আলোয়ারের নিগৃহীতার বাড়ি গিয়ে সাক্ষাতের পর রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে বলেন, ঘটনার কথা জানতে পেরেই অশোক গেহলটকে বিষয়টি দেখবার কথা বলি। আমি নিগৃহীতার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেছি। ওই পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি রাহুল আরও বলেন, এটা আমার কাছে রাজনৈতিক বিষয় নয়। বিষয়টি হলো ন্যায়বিচারের। আলোয়ারে ওই নিগৃহীতার বাড়িতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলটের সঙ্গে যান কংগ্রেস সভাপতি।
উল্লেখ্য, রাজস্থানের আলোয়ার জেলার থানাগাজি এলাকায় গত ২৬ এপ্রিল এক মহিলাকে ৫ দুষ্কৃতী গণধর্ষণ করে। তাঁর স্বামীকে পিটিয়ে মারার চেষ্টাও করে অভিযুক্তরা। এমন কী, গোটা ঘটনার একটি ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় ছেড়ে দেয় অভিযুক্তদের একজন। তবে পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা ও তাঁর স্বামী বাইকে করে লালওয়াদি থেকে তালবক্রেশ যাওয়ার পথে ২০ থেকে ২৫ বছরের ৫ যুবক তাঁদের পথ আটকায়। তারপর জোর করে গণধর্ষণ করে। ঘটনার সময় মহিলার স্বামীর হাত-পা বেঁধে দেয় ওই ৫ যুবক। পরে দম্পতির কাছে অভিযুক্তরা মোটা টাকা দাবি করে।
পরে ২মে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। মুখ্যমন্ত্রী গেহলট ডিজিপি কপিল গর্গকে গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
Be the first to comment