মার্কিন প্রেসিডেন্টের দাবি সত্যি হলে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ ট্যুইটারে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা ওয়াইনাডের সাংসদ রাহুল গান্ধী। টুইটারে তিনি লিখেছেন, ট্রাম্পকে যদি কাশ্মীর সমস্যার মধ্যস্থতা করতে বলে থাকেন মোদী তা হলে তিনি দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন ৷
এদিন রাহুলের টুইট, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তাঁকে কাশ্মীর সমস্যায় মধ্যস্থতা করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী ৷ যদি এটা সত্যি হয়, তা হলে দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন ১৯৭২ সালের শিমলা চুক্তির সঙ্গেও ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সংসদে দাবিকেও ‘দুর্বল’ বলে সমালোচনা করলেন রাহুল ৷ তাঁর ট্যুইট, একজন দুর্বল বিদেশমন্ত্রীর দাবিতে কাজ হবে না ৷ প্রধানমন্ত্রীকেই দেশের উদ্দেশ্যে জানাতে হবে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ঠিক কী কথা হয়েছে।
Be the first to comment