অন্য কোনও দেশ কাশ্মীর নিয়ে মন্তব্য করবে সেটা কখনোই সমর্থন করবো নাঃ রাহুল গান্ধী

Spread the love

কাশ্মীর নিয়ে সরকারের সঙ্গে মতপার্থক্য আছে। কিন্তু তা বলে অন্য কোনও দেশ কাশ্মীর নিয়ে মন্তব্য করবে সেটা কখনোই সমর্থন করবো না ৷ কাশ্মীর ইস্যু নিয়ে নিজের মতামত স্পষ্ট করলেন রাহুল গান্ধী। বুধবার তিনি নিজে ট্যুইট করে জানিয়েছেন একথা ৷

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্র নানা বিতর্ক সৃষ্টি হয়েছে ৷ কংগ্রেস যে কোনওভাবে বিজেপির এই পদক্ষেপের পক্ষে নয়, তা প্রথমদিন থেকেই সংসদে জানিয়েছে দল ৷ কাশ্মীরে ঢুকতে বাধা দেওয়া হয় গুলব নবি আজাদ বা রাহুল গান্ধীকেও ৷ তা বলে অন্যদেশ কাশ্মীর নিয়ে কোনও পদক্ষেপ নেবে, তা একেবারেই বরদাস্ত করবেন না রাহুল গান্ধী ৷

কাশ্মীর দেশের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে যেভাবে পাকিস্তান বা মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলছে তা মোটেই না পসন্দ এই কংগ্রেস নেতার ৷ তিনি জানিয়েছেন পাক মদতে কাশ্মীরে হিংসা ছড়ানো হচ্ছে এবং সন্ত্রাসবাদে মদতও দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*