কাশ্মীর নিয়ে সরকারের সঙ্গে মতপার্থক্য আছে। কিন্তু তা বলে অন্য কোনও দেশ কাশ্মীর নিয়ে মন্তব্য করবে সেটা কখনোই সমর্থন করবো না ৷ কাশ্মীর ইস্যু নিয়ে নিজের মতামত স্পষ্ট করলেন রাহুল গান্ধী। বুধবার তিনি নিজে ট্যুইট করে জানিয়েছেন একথা ৷
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্র নানা বিতর্ক সৃষ্টি হয়েছে ৷ কংগ্রেস যে কোনওভাবে বিজেপির এই পদক্ষেপের পক্ষে নয়, তা প্রথমদিন থেকেই সংসদে জানিয়েছে দল ৷ কাশ্মীরে ঢুকতে বাধা দেওয়া হয় গুলব নবি আজাদ বা রাহুল গান্ধীকেও ৷ তা বলে অন্যদেশ কাশ্মীর নিয়ে কোনও পদক্ষেপ নেবে, তা একেবারেই বরদাস্ত করবেন না রাহুল গান্ধী ৷
কাশ্মীর দেশের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে যেভাবে পাকিস্তান বা মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলছে তা মোটেই না পসন্দ এই কংগ্রেস নেতার ৷ তিনি জানিয়েছেন পাক মদতে কাশ্মীরে হিংসা ছড়ানো হচ্ছে এবং সন্ত্রাসবাদে মদতও দেওয়া হচ্ছে।
Be the first to comment