‘আঞ্চলিক ভাষা ভারতের দুর্বলতা নয়’, অমিত শাহকে কটাক্ষ করে ট্যুইট রাহুল গান্ধীর

Spread the love

এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৷ আঞ্চলিক ভাষা ভারতের দুর্বলতা নয় ৷ জাতীয় হিন্দি দিবসে যেভাবে হিন্দিকে গুরুত্ব দেওয়ার সওয়াল করেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ হিন্দিকে তুলে ধরা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা আসার পরই বিক্ষোভ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে। আর সেই মন্তব্যকেই কটাক্ষ করে ভারতীয় পতাকার সঙ্গে বাংলা, ওড়িয়া-সহ দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষার উল্লেখ করে ট্যুইট করেন রাহুল ৷ বলেন, আঞ্চলিক ভাষা দুর্বলতা নয় ৷

শনিবার অমিত শাহ বলেন, দেশের স্বার্থেই অভিন্ন ভাষার প্রয়োজন ৷ উত্তর পূর্বেও বাধ্যতামূলক ভাবে হিন্দি শেখানো হবে ৷ সেখানকার প্রতিটি বাচ্চাও হিন্দিই বলবে ৷ কারোরই হিন্দিতে আপত্তি থাকা উচিত নয় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হিন্দি সওয়ালের বিরোধিতায় শুধুমাত্র রাহুল গান্ধীই নযন, এককাট্টা বিরোধীরাও। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় ৷ মাতৃভাষা তামিলকে নিয়ে আন্দোলনে দক্ষিণীরা ৷ এছাড়া নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সরকারের উদ্দেশে হুঁশিয়ারি বার্তা কমল হাসানের ৷ বলেন, ‘কোনও শাহ, কোনও সম্রাট বা সুলতানের ক্ষমতা নেই, দেশ তৈরির সময় দেওয়া ঐক্যের প্রতিশ্রুতি ভঙ্গ করবে ৷ জাল্লিকাট্টু শুধুমাত্র একটা প্রতিবাদ ছিল ৷ নিজেদের মাতৃভাষার জন্য আন্দোলন তার চেয়েও অনেক বড় হবে ৷

ট্যুইটে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লেখেন, আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি, কিন্তু মাতৃভাষাকে কখনই ভোলা উচিত নয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*