বিশেষ সংবাদদাতা-
রামলীলা ময়দানের জন আক্রোশ জনসভা থেকে ২০১৯ সালের ভোটের দামামা বাজিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রচারের অস্ত্রে শাণ দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সনিয়া গান্ধি, মনমোহন সিং-এর উপস্থিতিতে তাঁর বক্তব্যের কাঁধেই ভর করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিল কংগ্রেস৷ নীরব মোদী থেকে চিন সফর৷ একের পর এক আক্রমণ এল রামলীলা ময়দান থেকে৷
রাহুলের অঙ্ক স্পষ্ট। গত চার বছরে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভকে হাতিয়ার করে এখন থেকেই মাঠে নামা। তাঁর দাবি মোদী সরকারের চার বছরে যুবকদের রোজগার হয়নি। মহিলারা নিরাপত্তা পাননি। কৃষক পায়নি ফসলের সঠিক দাম। দলিত-সংখ্যালঘু তার অধিকার হারিয়েছে।
পাখির চোখ ২০১৯ সালের লোকসভা নির্বাচন৷ সেই দিকে নজর রেখেই এদিন মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাহুল৷ উঠে এল কৃষক বিক্ষোভ থেকে বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবির প্রসঙ্গ৷
এদিন রাহুল বলেন কংগ্রেস রুখে না দাঁড়ালে কৃষকদের জমি ছিনিয়ে নিত মোদী সরকার৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের রাগ বেড়ে চলেছে৷ দেশ ছেড়ে পালিয়েছে নীরব মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ কেন? প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি৷
এছাড়াও আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীর চিন সফর নিয়ে৷ তাঁর বক্তব্য কোনও এজেন্ডা ছাড়াই এই গুরুত্বপূর্ণ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী৷ যা কখনই কাম্য ছিল না৷ তাঁর বক্তব্য মূলত রাজনৈতিক ফায়দা তুলতেই মোদীর চিন সফর৷
২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় আসবে বলেও আশাপ্রকাশ করেন রাহুল৷ কার্যত এদিনের সভা থেকেই ২০১৯-এর লোকসভা ভোটযুদ্ধে নেমে পড়ল কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন রাহুল এই জনসভাকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস নেতাদের চাঙ্গা করে মাঠে নামাতে চান৷ সেই লক্ষ্যেই আপাতত ভোটের দামামা বাজাল কংগ্রেস৷
Be the first to comment