আমি নির্দোষ। এ ধরনের কোনও মন্তব্য করিনি।’ তাঁর বিরুদ্ধে করা মানহানির মামলায় হাজিরা দিয়ে আদালতে জোর গলায় দাবি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। সেইসঙ্গে জমা দেন সেদিনের ভিডিও ও অন্য তথ্যপ্রমাণ। মঙ্গলবার মহারাষ্ট্রের বিওয়ান্দির আদালতে হাজিরা দেন তিনি। ‘গান্ধী হত্যার পিছনে আরএসএস যোগ রয়েছে’। এই মন্তব্যের জন্য কংগ্রেস সভাপতির নামে মামলাটি করেছে আরএসএস কর্মী রাজেশ কুন্টে। তাঁর বিরুদ্ধে ইন্ডিয়ান পেনালকোডের ৪৯৯ ও ৫০০ ধারায় মামলা করার অনুমতি দিয়েছে আদালত।
তারপরই কংগ্রেস সভাপতিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, আরও আগেই হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। এর প্রথম শুনানি ছিল ১৭ জানুয়ারি। সেদিন আদালতে উপস্থিত থাকতে পারেননি তিনি। তাঁর আইনজীবীর আবেদনের ভিত্তিতে ২৩ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করে আদালত। কিন্তু সেদিনও আদালতে উপস্থিত হননি রাহুল। পরে, মঙ্গলবার আদালতে হাজির হওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। যদিও ২০১৬ সালের সেপ্টেম্বরে মামলাটিকে চ্যালেঞ্জ করে পিটিশন জমা দেন রাহুল গান্ধী। পরে সেটিও তুলে নেন। অভিযোগ নিয়ে মুখোমুখি দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। ভিওয়ান্ডি আদালতে হাজিরা সেরে রাহুল দলীয় নেতাদের সঙ্গে আলোচনাতেও বসবেন বলে জানা গেছে। এছাড়াও এনসিপি প্রেসিডেন্ট শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর।
Be the first to comment