লখিমপুর পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

Spread the love

বুধবার রাতে লখিমপুর পৌঁছলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব। প্রায় আড়াই দিন পর বুধবার বিকেলেই ছাড়া পান প্রিয়াঙ্কা গান্ধী। আর এদিন সীতাপুর গেস্ট হাউস থেকে ছাড়া পেয়েই দাদা রাহুল গান্ধীর সঙ্গে লখিমপুর পৌঁছে যান প্রিয়াঙ্কা ৷

লখিমপুর যাওয়ার চেষ্টা করায় সোমবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ সেদিন থেকেই সীতাপুরে পুলিশের এক গেস্ট হাউসে বন্দি ছিলেন তিনি ৷ বুধবার বিকেলের পর ছাড়া পান তিনি ৷ আর তারপরেই রাহুল গান্ধি-সহ অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে রওনা হন লখিমপুরের দিকে ৷ লখিমপুরকাণ্ডে মৃত কৃষকদের পরিবারবর্গের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে কংগ্রেস প্রতিনিধি দলের ৷ রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও এই প্রতিনিধি দলে রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি, কেসি বেনুগোপাল প্রমুখ ৷

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সে সময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনি ৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷এই ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ মৃতদের মধ্যে কমপক্ষে ৪ জন কৃষক রয়েছেন বলে দাবি সংযুক্ত কিষাণ মোর্চার ৷

এই ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি ৷ রবিবার রাতেই লখিমপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ কিন্তু পুলিশ তাঁকে সেখানে পৌঁছতে বাধা দেয় ৷ সোমবার সকালে প্রথমে তাঁকে আটক করা হয় সীতাপুরের গেস্ট হাউসে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই দিন থেকে টানা প্রায় আড়াই দিন সীতাপুর গেস্ট হাউসে ‘বন্দি’ ছিলেন প্রিয়াঙ্কা ৷ বুধবার দুপুরের দিকে লখনউ পৌঁছন রাহুল গান্ধী ৷ তিনি আগেই জানিয়েছিলেন লখিমপুর যাবেন ৷ কিন্তু লখনউ পৌঁছনোর পর পুলিশের বাধার মুখে পড়তে হয় রাহুলকেও ৷ পরে রাহুল-সহ কংগ্রেসের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলকে লখিমপুর যাওয়ার অনুমতি দেয় উত্তরপ্রদেশ সরকার ৷ সীতাপুর থেকে ছাড়া পেয়ে রাহুলের সঙ্গেই এদিন লখিমপুর যান প্রিয়াঙ্কা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*