দুটি মঞ্চ। একদিকে ছত্তীসগড়ের নির্বাচনী প্রচার সভা আর অন্যদিকে টুইটার। সোমবার দুটি মঞ্চ থেকেই দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
তাঁর অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারি অন্যতম মাথা তথা নীরব মোদীর মামা মেহুল চোকসির থেকে টাকা নিয়েছে জেটলির মেয়ের আইনী সংস্থা। নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে রাহুল গান্ধী একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরও তুলে দেন। রাহুল বলেন, “একদিকে মেয়ের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকেছে ‘চোর’ চোকসির অ্যাকাউন্ট থেকে আর অর্থমন্ত্রী ড্যাডি ফাইল আগলে বসে থেকেছেন। দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছেন।” অর্থমন্ত্রীর ইস্তফার দাবিও করেন তিনি।
সোমবারই দিল্লির এইআইসিসি-র সদর দফতরে বসে শচীন পাইলটরা অভিযোগ করেছিলেন, জেটলির মেয়ে-জামাইয়ের ল’ফার্ম ২৪ লক্ষ টাকা নিয়েছিল মেহুল চোকসির থেকে। দেশ ছেড়ে পালানোর অনেক পরে বেগতিক বুঝে সেই টাকা ফেরৎ দেন তাঁরা।
যদিও বিজেপির তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের শাসক দলের বক্তব্য, রাহুল গান্ধী এবং কংগ্রেস এমন অভিযোগ আগেও করেছে। সে সবে কেউ কানও দেননি।
Be the first to comment