রাফায়েল যুদ্ধবিমান কেনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেজন্য তাঁর সম্পর্কে কটূক্তি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। বিহারের সাসারামে এক জনসভায় তিনি বলেন, মোদী আকাশের মতো বিশাল। কিন্তু রাহুল নর্দমার কীট।
এরপর সরাসরি রাফায়েল কেনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাহুল নিজেকে বলেন মহান, বুদ্ধিমান, নিষ্কলঙ্ক। আর মোদীকে বলেন মিথ্যাবাদী। যে স্কিৎজোফ্রেনিয়ায় ভুগছে, একমাত্র সেই এমন কথা বলতে পারে। রাহুলের উচিত কোনও মানসিক হাসপাতালে ভর্তি হওয়া।
রাহুলের পার্টি কংগ্রেসকে দোষারোপ করে তিনি বলেন, ওই দলটি সব দুর্নীতির উৎস। বিরোধীদের মহাজোট বা ‘মহাগঠবন্ধন’-কে ব্যঙ্গ করে তিনি বলেন, আসলে ওই জোটকে বলা যায় ‘মহাঠগবন্ধন’।
মোদীর প্রশংসা করে তিনি বলেন, দেশে এখন একজন প্রগতিশীল প্রধানমন্ত্রী চাই। সেজন্য মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাঁকে দ্বিতীয়বার নির্বাচিত করবেন।
এর আগেও একাধিকবার রাহুল ও তাঁর মা সোনিয়া গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন অশ্বিনী কুমার চৌবে। ২০১৫ সালে তিনি বলেন, রাহুল এক তোতাপাখির মতো, যে কেবল অন্যের লিখে দেওয়া কথা মুখস্থ বলে। সোনিয়া গান্ধীকে তুলনা করেছিলেন পুরাণের পুতনা রাক্ষসীর সঙ্গে।
Be the first to comment