মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থানে ক্ষমতায় ফিরেই কৃষিঋণ মকুবের কংগ্রেসের সিদ্ধান্তের পরই বিজেপি-শাসিত রাজ্যগুলিতেও শুরু হয়েছে কৃষিঋণ মকুবের হিড়িক৷ তবে কৃষিঋণ মকুবের রাজনৈতিক ফসল কোনও ভাবেই হাতছাড়া হতে দিচ্ছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ তাই বিজেপি শাসিত রাজ্যগুলিকে রাহুলের কটাক্ষ, ‘অসম, গুজরাতের মুখ্যমন্ত্রীদের ঘুম ভাঙাল কংগ্রেস৷’
রাহুলের ট্যুইট, ‘অসম ও গুজরাতের মুখ্যমন্ত্রীদের গভীর নিদ্রা থেকে জাগাতে পেরেছে কংগ্রেস৷ কিন্তু প্রধানমন্ত্রী এখনও ঘুমোচ্ছেন৷ আমরা ওঁকেও জাগাবো৷’
সম্প্রতি অসমের বিজেপি সরকার ৬০০ কোটি টাকা কৃষিঋণ মকুব করে দিয়েছে৷ গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ঘোষণা করেছেন, গ্রামীণ এলাকায় বিদ্যুতের বিল বাবদ ৬৫০ কোটি মকুব করা হচ্ছে৷
৩ রাজ্যে কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরই গুজরাত ও অসমে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ রাহুলের বক্তব্য, কংগ্রেসের এই জয় কৃষক, গরিব, যুব সম্প্রদায়, শ্রমিক ও ছোট দোকানিদের জয়৷
Be the first to comment