ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোর বলেছেন। অথচ তিনি এখনও চুপ । এইভাবে শনিবার মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবারই ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঙ্কো ওলাঁদে এক ওয়েবসাইটকে সাক্ষাৎকারে বলেন, রাফায়েল নিয়ে চুক্তির সময় ভারত সরকারই তাঁদের বলেছিল, অনিল আম্বানিকে যন্ত্রাংশ বানানোর অর্ডার দেওয়া হোক।
শনিবার বিকালে এক সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট সরাসরি আমাদের প্রধানমন্ত্রীকে চোর বললেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, এর পরেও মোদী চুপ করে আছেন।
একইসঙ্গে তিনি বলেন, ওলাঁদে স্পষ্ট বলেছেন, মোদীই রাফায়েল চুক্তির সময় অনিল আম্বানির নাম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁকে যন্ত্রাংশ তৈরির অর্ডার দেওয়া ছাড়া উপায় নেই। মোদীর উচিত এই অভিযোগের জবাব দেওয়া। তবে প্রধানমন্ত্রী যে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এ বিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই।
Be the first to comment