বাজেট প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার বাজেটের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, আর মাত্র ১ বছর। তারপরই শেষ হয়ে যাবে বিজেপি জমানা। সাধারন মানুষকে দেওয়া কোনও প্রতিশ্রুতিই রাখতে পারেনি তারা। পাশাপাশি এই বাজেটে অত্যন্ত হতাশা প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি।
রাহুলের পাশাপাশি বাজেট নিয়ে সরব হয়েছে বিরোধীরা নেতারাও। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বাজেট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কটাক্ষ করেছেন। প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এই বাজেট প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তবে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই বাজেটকে সুপারফ্লপ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, ‘এই বাজেট সুপারফ্লপ। এটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয়। এই সরকারের সময় শেষ হয়ে গিয়েছে। এই বাজেট হল মৃত্যুকালীন জবান।
Be the first to comment