কর্ণাটক সফরে রয়েছেন রাহুল, ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন প্রান্তে

Spread the love

দলের প্রচারে বর্তমানে কর্ণাটকে রয়েছেন রাহুল। শনিবার সকালে মহীশূরের মহারানি আর্ট কলেজ ফর উইমেন-এ যান তিনি। ছাত্রীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দিতেই সকাল সকাল কলেজে পোঁছে যান কংগ্রেস সভাপতি। বক্তব্যের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হন রাহুল। নোটবন্দি থেকে জিএসটি, উঠে আসে একের পর এক ইস্যু। এদিন রাহুল বলেন, গত ৫ বছরে ভারত অর্থনৈতিক ভাবে কিছুটা অগ্রগতি করলেও, পর্যাপ্ত কর্মসংস্থানের রাস্তা তৈরি করতে পারেনি। এটা ভাল দিক নয়। পাশাপাশি এদিন পিএনবি কাণ্ড নিয়েও সরব হন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, নীরব মোদী ২২ হাজার কোটি টাকার দুর্নীতি করে বসে আছেন। অথচ, এই টাকা যদি সাধারণ মানুষের জন্য সরকার খরচ করত তাহলে অর্থনীতিতে অনেকটাই উন্নতি হত।

 

এদিন ঠিকমতোই চলছিল রাজনৈতিক বক্তৃতা। হঠাৎই পড়ুয়াদের তরফ থেকে আসে সেলফির আবদার। সেই আবদারও ফেলেননি কংগ্রেস সভাপতি। মহীশূরের মহারানি আর্ট কলেজ ফর ওমেন-এর পড়ুয়াদের সঙ্গে সেলফি তোলেন রাহুল গান্ধী। উল্লেখ্য, শনিবার বক্তব্য চলাকালীনই এক পড়ুয়া বলেন, স্যার আমার অনুরোধ, আমি আপনার সঙ্গে একটি সেলফি তুলতে চাই। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান কংগ্রেস সভাপতি। কলেজের অনুষ্ঠান শেষ করেই কংগ্রেস সভাপতি চলে সোজা চলে যান চামরাজনগরে। সেখানে একটি জনসভায় বক্তব্য রাখেন রাহুল।

এছাড়াও এদিন সকালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে চামুন্ডেশ্বরী মন্দিরেও পুজো দিতে যান রাহুল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*