গতকাল কুয়ালালামপুরে অনূর্দ্ধ ১৯ এশিয়া কাপ ক্রিকেটে নেপাল ভারতকে হারিয়ে অঘটন ঘটালো। অনূর্দ্ধ ১৯ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় খেলার শেষে নেপালের ক্যাম্পে উপস্থিত থেকে তাদের কোচ বিনোদ কুমার দাসকে অভিনন্দন জানিয়ে আসেন। গতবারের চ্যাম্পিয়ান ভারতকে হারিয়ে নেপাল দল রীতিমত উচ্ছ্বসিত। নেপাল প্রথমে ব্যাট করে ১৮৫ রান করে। জবাবে ভারত খারাপ শুরু করেনি। ১ উইকেটে ৯৬ রান করেছিলো। কিন্তু তারপরই পতন শুরু হয় এবং ১৬৬ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়। একসময় ভারতের জেতার জন্য ২৭ ওভারে ৯৬ রান দরকার ছিল। হাতে ছিল ৯ উইকেট। কিন্তু নেপাল অধিনায়কের দুর্দান্ত বোলিং ভারতকে হারিয়ে দেয়। নেপাল অধিনায়ক দিপেন্দ্র সিং আইরি ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ভারতের জয়ের আশা শেষ করে দেন।
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় নেপালের কোচকে ধন্যবাদ জানিয়ে বলেন, যোগ্য দল হিসাবেই জিতেছে নেপাল। ভারতীয় কোচের প্রশংসায় নেপাল কোচ বলেন, রাহুল দ্রাবিড়ের মত কিংবদন্তি আমাদের ছেলেদের খেলার প্রশংসা করায় আমরা ভীষণ ভাবে উত্তেজিত। চেষ্টা করবো আগামী ম্যাচগুলোতে আরো ভালো পারফরম্যান্স করার। এই প্রথম যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ভারতের মত শক্তিশালী দলকে পরাজিত করে আমরা খুবই খুশি। টুর্নামেন্টে নেপালের পরের খেলা মালয়েশিয়ার বিরুদ্ধে।
Be the first to comment