নোট বাতিলকে একটি দুঃখজনক ঘটনা বলে কটাক্ষ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর খামখেয়ালি সিদ্ধান্তে শেষ হয়ে গেছে দেশবাসীর জীবন ও জীবিকা। নোট বাতিলের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো। বুধবার নোটবন্দির বর্ষপূর্তিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন রাহুল। পাশাপাশি তিনি আরও জানান দূর্নীতির বিরুদ্ধে কেন্দ্রের এই পদক্ষেপ হলেও তা যে কতখানি অযৌক্তিক সেকথা মনে করিয়ে দেন কংগ্রেস নেতা। অন্যদিকে রাহুল বলেন নোট বাতিলের কারনে ধ্বংস্ব হয়ে গেছে দেশের অসংগঠিত শ্রম শক্তি। নষ্ট হয় গেছে বহু মাঝারি ও ছোটো ব্যবসা। কেন্দ্রীয় সরকারের এই ঘৃনার রাজনীতিতে কখনোই দেশের কর্মসংস্থান সম্ভব নয় বলেও এদিন কটাক্ষ করতে পিছু ছাড়েননি রাহুল গান্ধী।
এছাড়াও বুধবার রাহুল ট্যুইট করে বলেন নোট বাতিল একটি দুঃখজনক ঘটনা। লক্ষ লক্ষ দেশবাসীর পাশে রয়েছি আমরা। বুধবার নোট বাতিলের বর্ষপূর্তির দিনে সুরাটের এক মোমবাতি মিছিলে অংশ নিয়ে দিনটিকে কালাদিবস হিসাবে পালন করেন কংগ্রেস সহ সভাপতি। পাশাপাশি সুরাটের শিল্প প্রতিনিধি ও শ্রমিকদের সঙ্গে একটি বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি।
Be the first to comment