কর্নাটক বিধানসভা ভোটের প্রচারে সারা দেশে দলিত নিগ্রহের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার তিনি অভিযোগ তোলেন, মোদী শুধুমাত্র সংসদেই দলিতদের কন্ঠরোধ করেন। পাশাপাশি কংগ্রেস সভাপতির দাবি, কয়েকজন মুষ্টিমেয় শিল্পপতির উপরই সদয় প্রধানমন্ত্রী। কিন্তু সমাজের দুর্বলতর শ্রেণীকে তিনি শুধু উপেক্ষাই করেন। উল্লেখ্য, বৃহস্পতিবারই কালবুর্গিতে ভোটের প্রচারে গিয়ে মোদী দলিতদের উপেক্ষা নিয়ে কংগ্রেসকে একহাত নিয়েছিলেন। দলিত নেতা মল্লিকার্জুন খার্গেকে কর্নাটকের মুখ্যমন্ত্রী না করা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
আর এবার রাহুলও পাল্টা তোপ দাগলেন নমোর বিরুদ্ধে। রাহুল বলেন, মোদী অম্বেডকরের কথা বলেন। কিন্তু সংসদে খার্গেকে কিছু বলতেই দেন না। এছাড়াও, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে দলিতদের মারধর করা হচ্ছে।
Be the first to comment