কৃষি আইন দেশের কৃষকদের কাছে মৃত্যুদণ্ডের সমানঃ রাহুল গান্ধী

Spread the love

২০ সেপ্টেম্বর বিক্ষোভের মাঝেই রাজ্যসভায় পাশ হয় কৃষি বিল ৷ ওই দিন ডেপুটি চেয়ারম্যানকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। বিক্ষোভের নামে অসংসদীয় আচরণের অভিযোগ ওঠে কয়েকজন সাংসদের বিরুদ্ধে। সম্প্রতি রাজ্যসভা টিভির ফুটেজ খতিয়ে দেখে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। সেক্ষেত্রে যে তথ্য সামনে আসছে তার সঙ্গে সরকারের বয়ানে যথেষ্টই পার্থক্য রয়েছে। আর এই ফুটেজ ইস্যুতেই এবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী ৷

আজ একটি টুইট করেন রাহুল গান্ধী ৷ সেখানে লেখেন , কৃষি আইন আমাদের দেশের কৃষকদের কাছে মৃত্যুদণ্ডের সমান ৷ সংসদ এবং তার বাইরেও তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে। কৃষি বিল পাশের সময় সংসদের নিয়ম আদৌ মানা হয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, নিয়ম মেনেই ভোট হয়েছে । সম্প্রতি রাজ্যসভা টিভির ফুটেজ খতিয়ে দেখে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। সেক্ষেত্রে যে তথ্য সামনে আসছে তার সঙ্গে সরকারের বয়ানে যথেষ্টই পার্থক্য রয়েছে। এই প্রতিবেদন তুলে আজ টুইটারে তিনি লেখেন, ’’দেশের গণতন্ত্রের যে মৃত্যু হয়েছে এই ছবি তার প্রমাণ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*