সাধারণতন্ত্র দিবসে অমর জওয়ান জ্যোতির বিতর্ক খুঁচিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি যে টুইট করেছেন, সেখানে তুলে ধরেছেন অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখার ছবি ৷
১৯৭১-এর যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতিতে দীর্ঘ ৫০ বছর ধরে জ্বলতে থাকা অমর জওয়ান জ্যোতির অনির্বাণ অগ্নিশিখাকে নিভিয়ে সম্প্রতি সেই আগুন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেরের অগ্নিশিখার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয় ৷ ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন তৈরি অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা নিভিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিল গান্ধিদের নেতৃত্বাধীন কংগ্রেস ৷ সাধারণতন্ত্র দিবসে সেই বিতর্ককেই ফের খুঁচিয়ে দিলেন রাহুল গান্ধী ৷
তিনি সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইটে রাহুল লিখেছেন, ১৯৫০ সালের সাধারণতন্ত্র দিবসে আমাদের দেশ আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক দিশায় প্রথম পদক্ষেপ করেছিল ৷ সত্য ও সাম্যের প্রথম পদক্ষেপকে কুর্নিশ জানাই ৷ গণতন্ত্র দিবসের শুভকামনা ৷ জয় হিন্দ ৷” শুভেচ্ছা বার্তায় অতীতে ফিরে গিয়েছেন রাগা ৷ এই টুইটের সঙ্গেই অমর জওয়ান জ্যোতির একটি ছবি পোস্ট করে তার উপর শুভ সাধারণতন্ত্র দিবস লিখেছেন তিনি ৷ কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে অমর জওয়ান জ্যোতির আবেগকে উস্কে দিতেই তিনি এই ছবি পোস্ট করেছেন বলে মত রাজনীতিকদের ৷
গত ২১ জানুয়ারি অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা নিভিয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন রাহুল গান্ধি ৷ টুইটে তিনি লিখেছিলেন, “আমাদের বীর জওয়ানদের জন্য যে অমর জওয়ান জ্যোতি জ্বলত, তা আজ নিভিয়ে দেওয়া হবে ৷ খুবই দুঃখের ব্যাপার ৷ কিছু মানুষ দেশপ্রেম ও বলিদান বুঝতে পারে না ৷ কোনও ব্যাপার নয়…আমরা আমাদের সৈনিকদের জন্য অমর জওয়ান জ্যোতি আবার জ্বালাব ৷”
Be the first to comment