আমার তো বিয়ে হয়ে গেছে।” — তাঁর এই উত্তর শুনেই সকলের ভিরমি খাওয়ার জোগাড়। তার পরেই ছোট্ট করে জুড়ে দিলেন, “দলের সঙ্গে।” সঙ্গে সঙ্গে ঝটকা খাওয়া মুখগুলো ভরে উঠল প্রবল হাসিতে। হবে না-ই বা কেন, এই রসিকতা যিনি করেছেন, তিনি এই মুহূর্তে ভারতীয় রাজনীতির এক অন্যতম আলোচিত ব্যাচেলর পুরুষ, রাহুল গান্ধী।
মঙ্গলবার হায়দরাবাদে একটি জনসভায় এসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে মুখোমুখি হন সেই বহু আলোচিত এবং চর্চিত বিষয়টির। বিয়ে কবে করছেন রাহুল? এর আগে অনেক বারই এই প্রশ্ন করা হলে রাহুল হয় এড়িয়ে গিয়েছেন, নয় বিরক্ত হয়েছেন। কিন্তু এই বার ব্যাট চালালোন সপাটে। সাংবাদিকদের চমকে দিয়ে উত্তর দিলেন, কংগ্রেস দলের সঙ্গেই বিয়ে হয়ে গিয়েছে তাঁর।
দু’দিনের সফরে হায়দরাবাদে গিয়ে রাহুল গান্ধী বলেন, ২০১৯ সালে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে ২৩০টি আসনও পাবে না বিজেপি। হায়দরাবাদে প্রথম দিন স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন তিনি, পরের দিন দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। তবে, বিরোধী জোট ক্ষমতায় এলে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন কি না, তা অবশ্য স্পষ্ট করে জানাননি রাহুল। তবে তেলেঙ্গানায় কংগ্রেসই ক্ষমতায় আসছে, সেটাই দাবি করেন তিনি।
সারা দেশে বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন রাহুল। বলেন, এ দেশের সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি উল্লেখ করেন মব লিঞ্চিঙের কথা। মোদী যে তাঁর কর্ম সংস্থানের আশ্বাস পূরণ করতে পারেননি, সেকথাও উল্লেখ করেন রাহুল। বলেন, “চিনে প্রতি ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষের কর্ম সংস্থান হয়। ভারতের পরিসংখ্যান সেখানে ২৪ ঘণ্টায় মাত্র ৪৫৮ জন।”
Be the first to comment