ভীমা কোরেগাওঁয়ের ঘটনায় গ্রেফতারি প্রসঙ্গে এবার মুখ খুললেন রাহুল গান্ধী

Spread the love

ভীমা কোরেগাওঁয়ের ঘটনায় যুক্ত সন্দেহে আগে যাদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের জেরা করে ভারভারা রাও ও অপর চারজনের নাম জানা গিয়েছে। ধৃতদের সমর্থনে সরাসরি এগিয়ে এসেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। তিনি টুইট করেছেন, ভারতে কেবল একটাই স্বেচ্ছাসেবী সংগঠন থাকবে। তার নাম আরএসএস। বাকি সব সংগঠন বন্ধ করে দাও। সমর্থকদের জেলে পোর। কেউ অভিযোগ করলে সোজা গুলি করে দাও। নতুন ভারতে আপনাকে স্বাগত।

এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় বলেছিলেন, নকশালপন্থীরা সবচেয়ে বড় বিপদ। আর এখন কংগ্রেসের সভাপতি মাওবাদীদের সমর্থকদের হয়ে সওয়াল করছেন।

ইতিহাসবিদ রামচন্দ্র গুহ বলেছেন, সরকারে কর্পোরেট সংস্থার যে দালালরা রয়েছে, তারা আদিবাসীদের জমি দখল করতে চায়। যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাঁদের গ্রেফতার করা হয়েছে। সাহিত্যিক অরুন্ধতী রায় বলেছেন, পুলিশ কবি, মানবাধিকারকর্মী, দলিত সংগঠনের নেতাদের বাড়িতে হানা দিয়েছে। কিন্তু যারা প্রকাশ্যে মানুষকে পিটিয়ে মারছে, তাদের সম্মান জানানো হচ্ছে। দেশটা যে কোনদিকে যাচ্ছে, তা এই ঘটনা থেকে বোঝা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*