বিহারে সম্প্রতি কংগ্রেসের একটি পোস্টারে দেখা যাচ্ছে, সভাপতি রাহুল গান্ধী সহ অনেকের ছবি। প্রত্যেকের ছবিতে তাঁর নাম ও জাত লেখা। তার পরে রাহুলের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি।
গত সপ্তাহে বিহার প্রদেশ কংগ্রেসকে ঢেলে সাজানো হয়েছে। তার পরে প্রদেশের নতুন পদাধিকারীদের সঙ্গে রাহুলের ছবি সহ একটি পোস্টার সাঁটা হয়েছে পাটনার নানা জায়গায়। তাতে রাহুল ও প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি মদনমোহন ঝা-কে বলা হয়েছে ব্রাহ্মণদের প্রতিনিধি। শক্তিনাথ গোহিলকে বলা হয়েছে রাজপুতদের প্রতিনিধি। কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার সদস্য অখিলেশ প্রসাদ সিংকে বলা হয়েছে ভূমিহার সম্প্রদায়ের মানুষ। কংগ্রেস পরিষদীয় দলের নেতা সদানন্দ সিংয়ের ছবি দিয়ে বলা হয়েছে পিছড়ে বর্গের মানুষ।
কংগ্রেসের দাবি, নানা জাতের মানুষ যেভাবে দলের নানা পদে রয়েছেন, তাতে সম্প্রীতির ছবি ফুটে উঠেছে।
বিজেপির বিহার রাজ্য কমিটির মুখপাত্র নিখিল আনন্দ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ২০১৯ সালের ভোটের আগে কংগ্রেস কীভাবে জাতপাতের তাস খেলছে, তা এই পোস্টার থেকে বোঝা যায়।
তিনি বলেন, কংগ্রেস মরিয়া হয়ে উঠেছে। তারা কখনও দেখতে চাইছে রাহুল গান্ধীর পৈতা আছে, তিনি শিবভক্ত, কৈলাস-মানস সরোবরে তীর্থ করতে যান। এখন তারা জাতপাত উল্লেখ করে পোস্টার দিয়েছে। কংগ্রেস এত নীচে কখনও নামেনি।
Be the first to comment