মনমোহন সিংহ আগেই সমালোচনা করেছেন। এবার মুখ খুললেন রাহুল গান্ধীও। নোটবন্দির দ্বিতীয় বছরে, এই সিদ্ধান্তকে আর্থিক কেলেঙ্কারি বলে উল্লেখ করে কড়া ভাষায় এই সিদ্ধান্তের নিন্দা করলেন কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবারই নরেন্দ্র মোদী ঘোষিত নোটবাতিলের সিদ্ধান্তের দ্বিতীয় বছরপূর্তি দিবস পেরিয়েছে। কালো টাকা ও জাল নোট বাতিল হবে বলে জানিয়ে, দু’বছর আগে প্রধানমন্ত্রী হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেন।
নোটবন্দি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এ দিন বলেন, “দু’বছর আগে সরকারের সিদ্ধান্তে হওয়া ডিমানিটাইজেশন শুধু একটি অত্যন্ত দুর্বল অর্থনৈতিক নীতিই নয়, বরং সুচতুর ভাবে পরিকল্পিত একটি অপরাধমূলক আর্থিক কেলেঙ্কারি।
নোটবন্দি ঘোষণার পরের দিন থেকেই এটিএম সেন্টারগুলিতে দীর্ঘ লাইন পড়ে যায়। অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ লাইন দাঁড়িয়ে অপেক্ষা করাকালীন অজ্ঞান হয়ে যান, কয়েক জন মারাও যান। বিরোধী দলের দাবি, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছিল। অভিযোগ, সরকার মৃতদের প্রতি কোনও সমবেদনা প্রকাশ করেনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, যিনি নিজে এক জন অর্থনীতিবিদও বটে, তিনিও এদিন জানান, যে ডিমানিটাইজ়েশনের ক্ষতচিহ্নগুলো সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর সুরেই রাহুল আরও বলেন, “এটি খুব বড় একটা ভুল। আমাদের অদক্ষ অর্থমন্ত্রীও অদ্ভুতভাবে এই সমর্থনের অযোগ্য অপরাধমূলক নীতিটির সমর্থন করেছেন।”
কংগ্রেস সভাপতি বলেন, “১২০ জনেরও বেশী ভারতীয় ওই লাইনে মারা যায়। আমরা অবশ্যই ওদের ভুলব না। অনেক ছোট ও মাঝারি ব্যবসা নষ্ট হয়ে যায়।” এই মৃত্যুগুলোর কোন অফিসিয়াল রেকর্ড নেই।
Be the first to comment