বিজেপি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। অবশেষে জানা গেল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির গোত্র। রাজস্থানের পুষ্করের এক মন্দিরের পুরোহিত দীননাথ কল জানিয়ে দিয়েছেন, তিনি দত্তাত্রেয় গোত্রের। এবং তিনি একজন কাশ্মীরী ব্রাহ্মণ। ভোটের সময় মন্দিরে যাওয়া নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছিল, রাহুল উপবীতধারী ব্রাহ্মণ কিনা তা নিয়ে। সম্বিত পাত্রের প্রশ্ন ছিল, রাহুল পৈতে পড়েন। জানতে চাই তিনি কোন ধরণের উপবীতধারী।
ওই পুরোহিত জানিয়েছেন, রাহুল দত্তাত্রেয়। মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দজিরা গান্ধি, সঞ্জয় গান্ধি, মানেকা গান্ধি এবং সোনিয়া গান্ধি পুষ্কর সরোবরে এসে পুজো দিয়েছেন। এসবই নথিবদ্ধ আছে। দত্তাত্রেয়রা কাশ্মীরী ব্রাহ্মণ,
Be the first to comment