৩ রাজ্যে মুখ্যমন্ত্রী বাছাই পর্বে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন রাহুল গান্ধী

Spread the love

লোকসভার মুখে দেশের তিনটি বড় রাজ্যে ভোটে জয় ৷ স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে ৷ কংগ্রেসের এহেন ‘আচ্ছে দিন’-এর আবহে আজ অর্থাত্‍‌ সোমবার তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিন কংগ্রেস নেতা ৷ মধ্যপ্রদেশে কমলনাথ, রাজস্থানে অশোক গেহলত ও ছত্তীসগড়ে ভূপেশ বাঘেল ৷ একের পর এক বৈঠকের পর তিন রাজ্যের মুখ্যমন্ত্রী বাছাই করেছে কংগ্রেস হাইকম্যান্ড ৷

বস্তুত, মুখ্যমন্ত্রী বাছাই পর্বে যে হারে আলোচনা করতে হয়েছে সভাপতি রাহুল গান্ধীকে, তাতে কংগ্রেসের অন্দরে তাবড় নেতাদের গোষ্ঠী বা লবি-র প্রভাব বেশ স্পষ্ট ভাবেই চোখে পড়েছে ৷ সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে রাজস্থানের রাস্তায় বিক্ষোভও দেখেছে দেশ ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে বড় চ্যালেঞ্জ, সকলের মন জুগিয়ে চলার চেষ্টা ৷ লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভালো ফল করতে হলেও লবি-র বাড়বাড়ন্তে রাশ টানতেই হবে রাহুলকে ৷

১৫ ডিসেম্বর একাধিক বৈঠকের পর রাজস্থানে অশোক গেহলতকেই মুখ্যমন্ত্রী পদে বাছা হয়েছে ৷ উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট৷ সকাল ১০টায় অ্যালবার্ট হলে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন গেহলত ৷ ১৯৯ আসনের রাজস্থান বিধানসভায় ৯৯টি আসনে জিতেছে কংগ্রেস ৷

মধ্যপ্রদেশে কমলনাথ
মধ্যপ্রদেশে দীর্ঘ ১৫ বছর পর শিবরাজ সিং চৌহানের সরকারকে সরাতে পারলেও, সরকার গড়তে বেশ বেগ পেতে হয়েছে কংগ্রেসকে ৷ সারা রাত ধরে চলেছে ভোট গণনা৷ অবশেষে মায়াবতীর বিএসপি-র সমর্থনে বৃহত্তম দল হিসেবে মধ্যপ্রদেশে সরকার গড়ছে রাহুলের দল ৷ দুপুর ১টা ৩০ মিনিটে জাম্বোরি ময়দানে শপথ গ্রহণ করবেন কমলনাথ ৷

ছত্তীসগড়ে বাঘেল
ছত্তীসগড়েও কংগ্রেস ফিরল বছর ১৫ পর৷ কংগ্রেসের ৪ প্রবীণ নেতা এই রাজ্যে মুখ্যমন্ত্রীর দাবিদার ছিলেন ৷ দীর্ঘ বৈঠকের পর মুখ্যমন্ত্রী বাছা হয় ভূপেশ বাঘেলকে৷ ৫৭ বছরের বাঘেল শপথ নেবেন বিকেল ৫টায় ৷ অনুষ্ঠানে রাহুল গান্ধির সঙ্গেই উপস্থিত থাকবেন চন্দ্রবাবু নাইডু, প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে প্রমুখ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*