মোদীর গুজরাট মডেল পুরোটাই ভুয়ো। যখন আমি গুজরাট গেছি, সেখানকার মানুষ বলছে কোনও মডেল নেই। আমজনতার মূলধন চুরি করে মডেল তৈরি হয়েছে। সভাপতি হওয়ার পর প্রথম বিজেপির সমালোচনায় রাহুল গান্ধী। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল। প্রসঙ্গত, বৃহস্পতিবারই সিবিআইয়ের বিশেষ আদালত জানিয়ে দেয় ২জি দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেশ করতে পারেনি তদন্তকারী দল। সেক্ষেত্রে অভিযুক্তদের বেকসুর খালাস করে দেন বিচারক। আর এরপরই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। আর শুক্রবার আবাসন দূর্নীতি মামলার রায় ঘোষনা হওয়ার পরই জোড়া ফলায় প্রধানমন্ত্রীকে বিদ্ধ করলেন সোনিয়া তনয়। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কংগ্রেস সভাপতি রাফায়েল দুর্নীতি নিয়েও প্রশ্ন ছুঁড়ে দেন।
উল্লেখ্য দলীয় সভাপতি হওয়ার পর প্রথমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতৃত্ব দিলেন রাহুল। বৈঠক শেষে বিশেষ সিবিআই আদালতের রায়কে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনলেন তিনি।
Be the first to comment