জিডিপি-র হার নিয়ে মোদী ও জেটলিকে একহাত নিলেন রাহুল

New Delhi : Congress Party Vice President Rahul Gandhi at a meeting with members of the Fishermens' Congress in New Delhi on Wednesday. PTI Photo by Shirish Shete(PTI9_6_2017_000091A)
Spread the love

২০১৭-১৮ অর্থবর্ষের জিডিপি হার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রসঙ্গত, ২০১৭-১৮য় জিডিপি বৃদ্ধির হার গত ৪ বছরে কমে ৬.৫ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে। আর তারপরই টুইট করে রাহুলের বিদ্রূপ, জেটলির প্রতিভার সঙ্গে মোদীর ‘গ্রস ডিভিসিভ পলিটিক্স’ অর্থাৎ সামগ্রিক বিভেদের রাজনীতি মিলেমিশে গেছে। ব্যাঙ্কের ঋণবৃদ্ধি ৬৩ বছরে সবচেয়ে কমেছে, কর্মসংস্থানও গত ৮ বছরে সবচেয়ে কম বলে ট্যুইটে দাবি করেছেন কংগ্রেস সভাপতি। পাশাপাশি তিনি আরও বলেন, আর্থিক ঘাটতি বেড়েছে, বিভিন্ন প্রকল্পও আটকে রয়েছে।
প্রসঙ্গত, গুজরাট ভোটের আগে জিএসটিকে গ্রেট সেলফিস ট্যাক্স আর বর্তমানে জিডিপিকে গ্রস ডিভিসিভ পলিটিক্স বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*