মোবাইল ক্যামেরার আলোর ফ্ল্যাশ পড়েছিলো রাহুলের মাথায়, কংগ্রেসের অভিযোগ খারিজ করলো এসপিজি

Spread the love

বৃহস্পতিবারই রাহুল গান্ধীর প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছিলো কংগ্রেস। উল্লেখ্য, বুধবার আমেঠির সভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কপালে লেজার বিমের নিশানা দেখা গিয়েছে, এমনকি মন্দিরে যাওয়ার সময়ও লেসার ফেলা হয়েছিল। রাহুলের নিরাপত্তা আশঙ্কা করে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে জানান কংগ্রেসের নেতা আহমেদ প্যাটেল, জয়রাম রমেশ এবং রণদীপ সুরজেওয়ালারা।

উল্লেখ্য, গতকাল আমেঠিতে মনোনয়নের পর সাংবাদিক সম্মেলনের সময় রাহুলের কপালে স্নাইপারের লেজার স্পট দেখা গিয়েছিল ও এই ভিডিও ক্লিপিং জমা দেওয়া হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানানোর পরই ওই ভিডিও ক্লিপিং খতিয়ে দেখে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ। তারপর জানানো হয় লেজার স্পটটি আদতে কংগ্রেসের এক ফটোগ্রাফারের মোবাইল ক্যামেরার আলোর ফ্ল্যাশ। ওই ব্যক্তি তখন রাহুলের সাংবাদিক বিবৃতির ভিডিও রেকর্ড করছিলেন ও তার ছবিই ফুটে উঠেছে ওই ভিডিওতে।

তবে ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*