“ক্ষমা চাইব না”, নিজের মন্তব্যে অনড় রাহুল গান্ধী

Spread the love

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ৷ শুক্রবার সংসদে এমনই দাবি তোলেন বিজেপি সাংসদরা ৷ তাঁদের এই দাবির উত্তরে রাহুল জানিয়ে দেন, তিনি ক্ষমা চাইবেন না ৷ তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন ৷

“রেপ ইন ইন্ডিয়া” মন্তব্যের পর রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে সংসদে সরব হন বিজেপি সাংসদরা ৷ সংসদের দুটি কক্ষেই সরব হয় বিজেপি ৷ নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না রাহুল ৷ উল্টে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন, আমার কাছে এমন একটি ভিডিয়ো ক্লিপ আছে, যেখানে নরেন্দ্র মোদী দিল্লিকে ধর্ষণের রাজধানী বলেছেন ৷ এটা আমি টুইট করব, যাতে সবাই এটা দেখতে পায় ৷ উত্তর-পূর্ব ভারতের প্রতিবাদ থেকে মানুষের চোখ সরানোর জন্যই এই ইস্যু তৈরি করেছে বিজেপি ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গদ্দাতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন রাহুল ৷ বলেন, নরেন্দ্র মোদী বলেছেন, মেক ইন ইন্ডিয়া ৷ কিন্তু, যেদিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ৷ তাঁর এই মন্তব্যকে ঘিরেই আজ উত্তাল হয়ে ওঠে সংসদ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*