পুলওয়ামা হামলার বছর পার। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সকলে শ্রদ্ধা জানাচ্ছেন শহিদদের। উন্মোচন করা হচ্ছে স্মৃতিসৌধ। ঠিক তখনই টুইট করে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বর্তমান সরকারকে কটাক্ষ করে কংগ্রেস নেতার প্রশ্ন, কারা উপকৃত হয়েছে পুলওয়ামা হামলা থেকে? হামলার তদন্তের পরই বা কী বেরিয়ে এল?
প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পরই সেই জায়গার নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। কীভাবে এত বড় হামলা হল? কীভাবে জঙ্গিরা সেই জায়গায় প্রবেশ করলো? গোয়েন্দাদের কাছে কী কোনও আগাম খবর ছিল না? যথাসময়ে কি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি? এইরকম বহু প্রশ্ন উঠেছিল সেই সময়। সরকারের ভূমিকারও কড়া সমালোচনা হয়েছিলো। বছর পেরিয়ে সেই বিতর্কের আগুনেই যে ঘৃতাহুতি দিলেন রাহুল।
টুইটে রাহুল গান্ধী লেখেন, আজ আমরা পুলওয়ামা হামলায় শহিদ ৪০ জন জওয়ানকে স্মরণ করছি, তবে আজকের দিনে কিছু প্রশ্ন রয়েছে;
এই হামলা থেকে সবচেয়ে বেশি উপকৃত হল কারা?
হামলার তদন্তের পর কী বেরিয়ে এল?
নিরাপত্তাহীনতার অভাবেই হামলা হয়, এজন্য বিজেপি সরকারের কে বা কারা দায়ি ছিল?
উল্লেখ্য, গত বছর ১৪ ফেব্রুয়ারি শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে CRPF-এর কনভয়ে জঙ্গি হামলা হয়। বিস্ফোরণে ৪০ জন CRPF জওয়ান শহিদ হন।
Be the first to comment